Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

সড়ক ও জনপথ অধিদপ্তর

তেজগাও, ঢাকা।

www.rhd.gov.bd

 

সড়ক ও জনপথ অধিদপ্তর সমগ্র বাংলাদেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক ক্যাটাগরীতে মোট ২১,৫৭১ কিলোমিটার সড়ক, ১৮,২৫৮ টি সেতু/কালভার্ট এবং ৬৫ টি ফেরী পয়েন্টের নিরন্তর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করে থাকে।

 

 

সেবাসমূহের বিবরণ ও অনুসন্ধান কেন্দ্র :

 

ক্রমিক নং সেবার বিবরণ অনুসন্ধানের জন্য যোগাযোগ
ক) সি এন জি ফিলিং স্টেশন/রুপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বানিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহা সড়কের পাশ্বের্র সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এম আই এস এন্ড এস্টেটস্ সার্কেল, ঢাকা।
খ) সড়ক গবেষণাগারে বিভিন্ন উপকরনের পরীক্ষাকরণ সংক্রান্ত। পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সড়ক গবেষণাগার, মিরপুর, ঢাকা।
গ) সড়ক গবেষণাগারে বিভিন্ন উপকরনের পরীক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ভাড়ায় সরবরাহ। পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সড়ক গবেষণাগার, মিরপুর, ঢাকা।
ঘ) সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষনে ব্যবহৃত বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি ভাড়ায় সরবরাহ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সরঞ্জাম নিয়ন্ত্রন ও সংগ্রহ সার্কেল, ঢাকা।
ঙ) জেলা ওয়ারী টোল সেতু/সড়কের অবস্থান। সংশ্লিষ্ট জেলার নির্বাহী  প্রকৌশলী
চ) জেলা ওয়ারী ফেরী সার্ভিস। সংশ্লিষ্ট জেলার নির্বাহী  প্রকৌশলী
ছ) আরএইচডি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সংক্রান্ত তথ্যাদি। পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সওজ প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
জ) অভিযোগ ও পরামর্শ সংক্রান্ত। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রশাসন ও সংস্থাপন, ঢাকা।

 

 

সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি লীজ প্রদান সংক্রান্ত সেবার বিস্তারিত:

 

ক্রঃ নং আইটেম সমূহ যার বরাবর আবেদন করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি সড়ক ও জনপথ  অধিদপ্তর যোগাযোগ মন্ত্রণালয় মন্তব্য
সংশিষ্ট নির্বাহী প্রকৌশলীর দপ্তরে আবেদন গ্রহনের পর তার নিজ দপ্তর ও অধীনসদপ্তরসমহ কর্তৃক আবেদন যথার্থ  বাছাই, সরেজমিনে পরিদশনসহ মতামত প্রদানের জন্য প্রয়োজনীয় সময় সংশিষ্ট তত্তাবধায়ক প্রকৌশলী কর্তক মতামত প্রদানের জন্য প্রয়োজনীয় সময় সংশিষ্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী কর্তক মতামত প্রদানের জন্য প্রয়োজনীয় সময় প্রধান বৃক্ষপালনবিদ কর্তৃক  মতামত প্রদানের জন্য প্রয়োজনীয় সময় মাঠ পর্যায় হতে সপারিশসহ আবেদন পধান প্রকৌশলীর কার্যালয়ে গ্রহনের পর অনমোদনের প্রয়োজনীয় সময়
অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ম্যানেজমেন্ট সাভিসেস উইং, তত্তাবধায়ক পকৌশলী, এমআইএস এন্ড এষ্টেটস   সার্কেল, নির্বাহী প্রকৌশলী, ল্যান্ড রেকড বিভাগ এবং উপ-বিভাগীয় প্রকৌশলী, ল্যান্ড রেকড উপ-বিভাগ কর্তৃক  নীতিমালা অনসারে সপারিশ প্রদানের জন্য প্রয়োজনীয় সময় রোড ডিজাইন এন্ড সেফটি সার্কেল কর্তক সরেজমিনে পরিদর্শনের পর মতামত প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে)
১০ ১১ ১২
১। সিএনজি ফিলিং স্টেশন ও রুপান্তর কারখানা স্থাপন/ পেট্রোল পাম্প ও ডিজেল পাম্প স্থাপনের জন্য সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী ১.    জমির তফসিল (জমির দাগ নং, খতিয়ান নং, জেএল নং এবং মৌজা নং)।
২.   ষ্কেচ ম্যাপ।
৩.  এ্যাপ্রোচ রোডের সওজ কর্তৃক নির্দিষ্ট ডিজাইনের ষ্কেচ ম্যাপ (তত্তাবধায়ক প্রকৌশলী, সওজ, রোড  ডিজাইন  এন্ড  সেফটি  সার্কেল   এর স্মারক  নং-২২৩/২,  তারিখ-১/৮/০৬ অনযায়ী প্রধান প্রকৌশলী  মহোদয়ের স্মারক নং-১৪৪৯,  তারিখ-২৪/০৭/০৬   মাধ্যমে অনমোদিত নক্সা অনযায়ী)
৪.    আবেদনকারীর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা।
৫.    লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে Article of Association  এর ফটোকপি।
৬.    জমি কম/বেশী ১ বিঘা।
২৮ কর্ম  দিবস ২১ কর্ম  দিবস - প্রযোজ্য নয় - ৭ কর্ম দিবস প্রয়োজনীয় কর্মদিবস মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করতে  হবে ♦ব্যাক্তিগত মালিকানাধীন জমিতে সিএনজি/ পেটোল পাম্প স্থাপনের জন্য এ্যাপ্রোচ রোডের অনমোদন সংশ্লিষ্ট তত্তাবধায়ক প্রকৌশলী প্রদান করবেন।
♦সওজ এর জমিতে  সিএনজি/
পেটোল পাম্প স্থাপন ও এ্যাপ্রোচ
রোডের অনমোদন    যোগাযোগ
মমণালয় প্রদান করবে।
২। এ্যাপ্রোচ  রোড
(প্রবেশপথ) আবাসিক/বানিজ্যিক/ শিল্প প্রতিষ্ঠানের জন্য
সংশ্লিষ্ট বিভাগের
নির্বাহী প্রকৌশলী
১.    জমির তফসিল (জমির   দাগ নং, খতিয়ান নং, জেএল নং এবং মৌজা নং)।
২.   এ্যাপ্রোচ রোডের সওজ কর্তৃক   নির্দিষ্ট ডিজাইনের ষ্কেচ  ম্যাপ।
৩.   আবেদনকারীর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা।
৪.   লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে Article of Association এর ফটোকপি।
২৮ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস প্রযোজ্য নয় ২১ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস প্রযোজ্য নয় ♦আবাসিক/বানিজ্যি/ শিল্প
প্রতিষ্ঠানের জন্য প্রবেশ পথ অনমোদন সংশ্লিষ্ট তত্তাবধায়ক প্রকৌশলী প্রদান করবেন।
৩। কষি/মৎস্য চাষ সংশ্লিষ্ট বিভাগের
নির্বাহী প্রকৌশলী
১.    জমির তফসিল (জমির   দাগ নং, খতিয়ান নং, জেএল নং এবং মৌজা নং)।
২.   আবেদনকারীরর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা।
৩.    ঢাকা,   চট্টগ্রাম, রাজশাহী, খলনা মহানগরীর ক্ষেত্রে রাজউক/চউক/রাউক/খউক মাষ্টার পান অনসারে অনমোদিত নক্সা, লে-আউট প্লান ও প্রাক্  অনমোদন পত্র। অন্যান্য এলাকার  ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্তক অনমোদিত নক্সা,লে-আউট প্লান।
৪.   স্থানীয় কৃষক/প্রান্তিক কৃষক/বেকার যুবকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক/টিএনও/স্থানীয় পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র।
২৮ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস প্রযোজ্য নয় ২১ কর্ম  দিবস প্রযোজ্য নয় প্রয়োজনীয়  কর্মদিবস মমণালয় কর্তৃক নির্ধারণ  করতে হবে ♦যোগাযোগ মমণালয় চড়ামত্ম অনুমোদন   প্রদান করবে।
৪। সামাজিক বনায়ন  বা
বৃক্ষরোপন/নার্সারী
সংশ্লিষ্ট বিভাগের
নির্বাহী প্রকৌশলী
১.    জমির তফসিল (জমির   দাগ নং, খতিয়ান নং, জেএল নং এবং মৌজা নং)।
২.   ষ্কেচ ম্যাপ।
৩.   আবেদনকারীরর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা।
২৮ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস ৭ কর্ম  দিবস ২১ কর্ম  দিবস প্রযোজ্য নয় প্রয়োজনীয়   কর্মদিবস
মন্ত্রণালয় কর্তৃক
নির্ধারণ  করতে হবে
প্রধান  বৃক্ষপালনবিদের সপারিশের
প্রেক্ষিতে  প্রধান প্রকৌশলীরমাধ্যমে
যোগাযোগ  মন্ত্রণালয় কর্তৃক চড়ান্ত অনমোদন গ্রহণ  করতে হবে।
দষ্টব্যঃ   * সিএনজি স্টেশন ও রূপান্তর কারখানার জন্য জমি ইজারার মেয়াদ ১৫ (পনের) বছর। প্রথম দফায় ১০ (দশ) বছর এবং দ্বিতীয় দফায় ৫ (পাঁচ) বছরের নবায়ন সহ। ** অন্যান্য ইজারার ক্ষেত্রে প্রতি বছর নবায়ন সাপেক্ষে ইজারার মেয়াদ সর্বোচ্চ ৩ (তিন) বছরের অধিক হবে না।